। ঝড়।

গাছগুলো সব সিঁটিয়ে রয়েছে ভয়ে
কারা যেন দেয় শিকড় ছেঁড়ার ডাক,
ফাঁক থেকে গেছে এতদিন পরিচয়ে
দাবী উঠে গেছে বেনোজলে ভেসে যাক

গাছেরা বলেছে অসহায় পাতা নেড়ে,
এ ভূমি থেকেই তাবত ডালের স্মৃতি
চারাগাছ থেকে উঠেছে এখানে বেড়ে
কারা তবু বলে ঠিক নেই পরিচিতি

হুমকির বাজ ডাকে  ঈশানের মেঘে
আবহাওয়া আপিস দেয় কুপূর্বাভাস,
থিরথির  কাঁপে শাখা নানা উদ্বেগে
ক্রমেই ঘোরালো হয় জোরালো বাতাস

আছড়ে পড়লো হঠাৎ ঘূর্ণীঝড়,
উপড়িয়ে গাছ নিরুপায় ভেসে যায়
মাটির ভেতরে ছিলো যে কতটা দূর শিকড়,
সে নথি উড়িয়ে ঝড় হা হা হেসে যায়।

তিতলি অথবা অন্য সোহাগী নামে
ধ্বংসের ক্ষত কমেনা তো একচুল,
প্রমাণ অধুনা জনহীন হওয়া গ্রামে
সব ঝড়ে হয় গাছেরা ছিন্নমূল।

তবু কারা করে ঝড় জাগানোর ভুল...

আর্যতীর্থ