।যেতে যেতে।
যেতে যেতে দেখে গেলে কবি, স্বপ্নরা হেরেছে এখানে,
রোদ্দুর হওয়া ঠিক নয়, অমলকান্তি সেটা জানে।
বিপিও হোক বা সুইগিতে, তার কাছে চাকরিটা দামী
লড়ে নেওয়া রুটির জীবনে, কবিতারা ভিখারী বেনামী..
কলকাতা ফুটপাথ জুড়ে, অসংখ্য যিশু বেড়ে ওঠে
নিস্পৃহ যোসেফ আর মেরি, নাম নেই সুমারি বা ভোটে
এখনও কি ভিড় থমকাবে, শিশুটিকে হেঁটে যেতে দেখে?
মুঠোফোনে সেলফি তাগিদে, শহরের ঘাড় গেছে বেঁকে।
রাজারা উলঙ্গই হয়, তাতে আর বিস্ময় নেই,
সহজ সত্য বলে দিলে, যুগ মারে সেই শিশুকেই।
শিরদাঁড়া বন্ধক দিয়ে , অন্ধরা শান্তি কিনেছে
কবি আর শব্দতে নয়, শিরোপায় নিজেকে চিনেছে।
অনেক রাত্রি হলো কবি, দুইচোখে নেমে এলো ঘুম,
কবিদের ক্ষয়াটে পাড়াতে, সব ঘর কান্নানিঝুম।
শুধুই হয়েছে হেঁটে আসা, দু হাত উল্টো বলো বটে
সময়ের বুকে ছাপ রাখা, এমন আর কজনের ঘটে।
যেতে যেতে জেনে যাও কবি, কবিতারা যায়নি বিফলে,
চারদিকে ভাঙনের মাঝে, নীরেন মশাল হয়ে জ্বলে..
আর্যতীর্থ