। যেতে হবে।
থামো। রাস্তার কোণে ভিড় ভালো করে দেখো।
ওখানে কি জটলা? কে কাতরিয়ে ওঠে ওরকমভাবে?
বাইক গাড়ি বা নিতান্ত পায়ে হেঁটে এড়াতে চাইলে মনে রেখো
ওখানে না গেলে তুমি নিজেকে হারাবে।
ওখানে অ্যাক্সিডেন্ট। রক্ততে ধুলো মেখে শুয়ে আছে কেউ।
ঝামেলার একশেষ। পুলিশ , হাসপাতাল। কাজেদের ক্ষতি।
রোজের রুটির খিদে রুটিনে উঠছে ডেকে হাঁউ মাঁউ খাঁউ
উটকো লোকের দায় ঘাড়ে নেওয়া ভাবো ঠিক হবে না আদৌ।
ভুল ভাবো। ভালো করে দেখো ওই ভিড়টা সরিয়ে।
কে ওখানে কাতরায়, মরণের ডাক দিলো সময় আজ কাকে।
হয়তো হবে না লাশ, তুমি যদি ছুটে যাও গতর নড়িয়ে,
এসময় পাশে থাকা বড় দরকার, সাড়া দাও বাঁচাবার নাগরিক ডাকে।
অচেনা কাউকে না, বাঁচাচ্ছো তুমি কোনো আগামী তোমাকে..
আর্যতীর্থ