। জন্ডিস।
মিথ্যে তুমি বলতে পারো যখন তখন হে সঞ্জয়,
যা দেখেছো বলবে সেটাই ব্যাপার এখন অমন নয়।
দিব্যদৃষ্টি তোমার কাছে , আমরা নাচার, অন্ধ চোখ
দেখছে কে আর পালটে দিলে কে ভালো কে মন্দ লোক।
কুরুক্ষেত্র চারপাশে আজ, যুদ্ধতে কে নেই বলো,
তাকায় সবাই তোমার দিকে, ব্রেকিং নিউজ যেই বলো।
তুমিই বানাও কোনটা খবর, খলনায়কও তোমার দান ,
আমরা তেমন সত্যি ভাবি , যেমন করো দৃশ্যমান।
যাদের হাতে রাষ্ট্র ধৃত, তাঁরাও জানেন এ তথ্য,
সঞ্জয় যা বলবে মুখে ভাববে সবাই তা সত্য।
প্রতিবাদের ঝড় উঠে যাক সন্দিহানের ফিস-স্বরে
প্রজার ভরসা আজও রাখা খবর দেওয়া e-স্বরে।
কোষাগারের দরজা খুলে তাই কিনে সব খবর-দূত,
যে যার মতো গল্প লিখে বলছে এটাই আসল ট্রুথ।
আমরা যারা অন্ধ মনে , আবেগ ছড়াই না বুঝে,
বিকৃত আধসত্য তাদের বিক্রী করাই লাগু যে।
কিন্তু তুমি, হে সঞ্জয়, আজ ভুললে কেন তোমার কাজ,
শোনাচ্ছো তাই, যা শোনাতে বলছে তোমায় অন্ধরাজ।
ভাবছো না কি সত্যকে আজ যাচ্ছো নিয়ে কোন দিশে,
দিব্যদৃষ্টি দেখছে যা সব, অন্ধকারের বন্দী সে।
কলিযুগে এসে তোমার দু চোখ হলুদ জন্ডিসে..
আর্যতীর্থ