।  জাগায় কি।        
        
পেঁয়াজ তোমায় কাঁদায় জানি, জাগায় কি?
বিদ্রোহতে পড়বে ফেটে, এমন করে রাগায় কি?
বশ্য এবং পোষ্য স্বভাব , যাদের ঘরে ফুলকি অভাব,
হাতের কাছে আগুন পেয়ে মশালে হাত লাগায় কি,
যেমন ভাবে শাসক বোঝে, তেমন মোটা দাগায় কি?

আক্রা পেঁয়াজ,  কিনছে না কি কোনো লোকে তাই বলে?
ভাবছে কি কেউ, পেঁয়াজ ছাড়া একবার হোক ট্রাই ঝোলে?
বাজার গিয়ে দেখো মানিক,  আগের মতোই বিক্রি তা ঠিক
যদিও কেনার সময় লোকে ডাকছে বউয়ের ভাই বলে,
বলছে না কেউ, পরিমানে একটুও কম চাই বলে।

আজব দেশের অর্থনীতি যায় না বোঝা কিচ্ছুটি,
যতই জোরে কামড় লাগাক মুদ্রাস্ফীতির বিচ্ছুটি
বাজার তবু ভিড়ে ঠাসা, ব্যাগের ভেতর নেই হতাশা
কিনছে রামু কিনছে শামু, কোত্থাও নেই বিচ্যুতি,
‘বাড়লো কেন’ হুহুংকারে কেউ করে না হুজ্জতি।

এদিক কেটে ওদিক ছেঁটে আমরা ঠিকই সইয়ে নিই,
ফেসবুক আর হোয়াটসঅ্যাপে রাগ প্রতিবাদ ক্ষইয়ে দিই।
রাজার সুতোয় পুতুল নাচে, আর কি কিছু করার আছে
এমন ভেবে জমানো ধন খরচ খাতে বইয়ে দিই,
নিজেই নিজের আগামীকে আঁধারী অথই-য়ে নিই।

পেঁয়াজ তোমায় কাঁদায় জানি, রাগায় কই?
সওয়ালগুলো সঠিক দিকে ভাগায় কই?
বিদ্রোহদের ঘুমের থেকে জাগায় কই?

আর্যতীর্থ