।যাচক।

আঁজলা পেতেছি বলে ভিখারি ভেবোনা।
তোমার চোখের জল কাউকে দেবোনা , এমনও তো হতে পারে।
গন্ডুষে সব দুঃখ শুষে নেবো , সে স্বপ্নে চোখ খুলে রাখি
অপলক দেখে তাই লোভাতুর বলে ভাবো নাকি?

চারদিকে বিষাদেরা ওত পেতে আছে।
তাদেরকে যদি দেখো আয়নার কাঁচে, সেই ভয়ে পর্দা টেনেছি।
নিরালা সুযোগ খুঁজি তবু যদি ভাবো, তবে এসে বাইরে তাকাও,
চারিদিক কাঁটাতারে ঘেরা, অক্ষত কিভাবে বাঁচাবো তোমায়, সেটা বলে দাও।

সব প্রেম সুখ খোঁজে না, কিছু চায় দুঃখকে নিতে।
হিসেব মেলেনা জানি ফলিত গণিতে, যেচে কে জীবনে চায় দুর্গমতা!
যদি ভাবো দুর্বলতাগুলো রাখছি জেনে লড়াইয়ের প্রস্তুতি করে,
মনে রেখো, তোমাকেও দেখিয়েছি কংকাল কতগুলো রয়েছে এঘরে।

আঁজলা পেতেছি বলে ভিখারি ভেবোনা
না পাওয়ার ব্যথা ছাড়া কিছুই নেবোনা, বাকি সুখ থাক না তোমার।
অন্ধকার হলে যদি একা ভয় পাও, তাই রাখি মশাল জ্বালিয়ে,
আবার ভেবোনা যেন নজর রাখছি ফেরো কোন পথ দিয়ে।

তোমার বিষণ্ণতা চাইছি আমার করে , রাখা ভালো সেটা জানিয়ে।

আর্যতীর্থ