। জাদু।
যেই জাদুতে ছোটো বড়, চৌকোনা গোল লম্বাটে বা চ্যাপ্টাপানা পাথরগুলো ঈশ্বরী হয় সিঁদুর মেখে
মাটির কিংবা পাথরকোঁদা মূর্তি কোনো বেদীর ওপর
বসলে পরেই বিগ্রহ হয় যেই ম্যাজিকে,
ইঁট কংক্রিট বিশেষ বিশেষ আকার পেলেই লোক জেনে যায় পবিত্র সে আপনা থেকেই যেই উপায়ে,
যে ভোজবাজি তুচ্ছ ধাতুর আকৃতিকে ভক্তিপ্রতীক দেয় বানিয়ে লোকের গায়ে,
যে ইন্দ্রজাল অক্ষরদের সাজিয়ে নিয়ে ইষ্ট ডাকার মন্ত্র বানায় লক্ষ লোকের মন-ঠিকানায়,
দেখবো কবে সেই জাদুটা দেশে দেশে গ্রাম শহরে পাড়ায় পাড়ায় ছেয়ে গিয়ে বিশ্বজুড়ে মানুষ বানায়...
আর্যতীর্থ