। ইষ্টনাম।
রাজনীতিপা’য় পিষ্ট যখন ইষ্টনামের ভক্তি,
ঈশ্বরে নয়, গদি’র দিকে তখন থাকে চোখটি।
অজপা’তে যে নাম নিলে শান্তিছোঁয়া প্রাণময়,
সেই নামেতেই হিংসা ছড়ায় যুদ্ধে হলে বাঙ্ময়।
সব ভগবান নাম মোটে নয় ধার্মিকতার সঙ্গী
ইষ্টনামের চিৎকারে রোজ খুন করে যায় জঙ্গী।
ক্ষমতাসীন অত্যাচারের চাবুক বানায় নামকে,
নিরুচ্চারে কাঁদতে দেখি আল্লাহ এবং রাম’কে।
‘ জয় মা’ বলে হাড়িকাঠে লোকে চড়ায় ছাগকে
সে হুংকারে খুঁজতে যাবে মাতৃপ্রেমের ভাগ কে?
ভয় দেখিয়ে বলাচ্ছে যে ভারতমায়ের জয়,
আর যাই হোক,সেই মাস্তান দেশপ্রেমিক নয়।
ইষ্টনামেই শ্লোগান দিলে আপত্তি নেই কারো
শুধু সেটা ধর্মাচরন সে ভান করা ছাড়ো।
ভোটের খেলায় ভগবানের নাম যদি নাও ঠোঁটে,
প্রার্থনা নয়, তখন সেটা শ্লোগান হয়ে ওঠে।
তার ওপরে নিচ্ছো যে নাম সেটাও জেনো আধা,
সীতা ছাড়া রাম তো যেমন কৃষ্ণ বিনা রাধা।
বন্ধু শ্লোগান বন্ধ করে মনের দরজা খোলো,
ভক্ত যেমন বলেন তেমন ‘জয় সিয়ারাম’ বলো।
রামের নামে হে নাগরিক, হিংস্রতাকে ভোলো।
আর্যতীর্থ