। ইচ্ছেগুলো।


যিনি শাসক দলের জয়ী , এ ইচ্ছা ভাসালাম তাঁর দিক।

বিরোধীরা দোষ দেখে বড়, কথায় কথায় বলে সাম্প্রদায়িক,
আপনার দায়িত্ব প্রমাণ করার সেটা নয় মোটে ঠিক।
পাঁচটা বছর হাতে পেলেন এবার,
দেশটাকে প্রগতিতে এগিয়ে নেবার,
আলো হোন, ভালো হোন, আপনাকে দেখে দেশ পথ চিনে নিক।

যিনি বিরোধী দলের জয়ী, তাঁর মন যেন এই কথা ভোলেনা।

বিরোধিতা মানেই সব ভুল বলতে হবে,তাকে গণতন্ত্র বলেনা,
সব নীতি ভুল হলে, ভোটে জিতে আসা কোনো সরকার চলেনা।
সংসদে প্রতিদিন আপনার থাকাটা জরুরী
ওয়াক আউটে নেই কোনো বাহাদুরি,
মানুষের ভরসা ও হতাশার পক্ষে থাকুন, কোনো দলের আঁচলে না।

যিনি পরাজিত, এ ইচ্ছা নিবেদন তাঁকে।

যে জনতা  আসন দেয়নি, তাঁরা যেন খুঁজে পান আপনাকে
সম্ভ্রম ভীতি বা আনুগত্য নয়, সার জল দিন কিছু ভালোবাসাকে
শান্তি বজায় থাকে যেন, সাথে প্রগতিও,
খবর না হয় যেন লড়াই  স্থানীয়,
হেরে গিয়ে ফোঁসা নয়, স্থিতি উল্টাতে হলে মন থেকে সাড়া দিন মানুষের ডাকে।

তমসা’র ভয় মুছে আলোর দিশারী বলে এ যুগকে যেন লোকে মনে রাখে।

আর্যতীর্থ