। হুঁশিয়ার।
হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন..
কথা শুনে সারা দেশে শুরু হলো গুঞ্জন,
সিংহাসনে বসা শাসক বললেন, আমি।
বিভাজনে সমর্থনের হিসেবটিতে সুবিধে হয় বেশ।
সিংহাসনের দাবীদার বিরোধী বললেন, আমি।
মৌচাক তাক করে ঢিল মারলেই হাতে এসে যাবে দেশ।
প্রবল প্রতাপশালী গুরু বললেন, আমি।
নয়তো বুঝবো কী করে কারা আমার প্রতি বিশ্বস্ত?
ভীষণ প্রভাবশালী মৌলবী বললেন, আমি।
ধর্মের প্রতি আনুগত্যই তো আত্মরক্ষার অস্ত্র!
হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন..
কথা শুনে হেসে কুটিপাটি যাদের কুক্ষিগত যাবতীয় ধন।
দেশীয় বণিক বললেন, বুঝতে তো হবে,
সেনসেক্স কোনখানে কবে পৌঁছবে,
কোনটা চলবে ভালো কোথায় বাজারে,
না জানলে লগ্নীতে ভুলভাল হয়ে যেতে পারে।
বিদেশী বণিক বললেন, ফর আস বোথ আর সেম
( এই সমদর্শিতা সম্মান নয়, এর মানে বাবুদের ডলারের প্রেম)
প্রোমোটার বললেন, বেরাদরিতে বেশি বিক্রি হয় ফ্ল্যাট কমপ্লেক্সগুলি,
সুতরাং দাদাভাই, হিঁদু মুসলিম দেখে পাঁচিলটা তুলি,
সবই ব্যবসার খাতিরে, বুঝলেন কিনা..
তবে চাঁদা দিই মন্দির মসজিদ দুটোতেই, তফাত করিনা।
দেশের প্রধান লগ্নীকারী দুজন হো হো হেসে বললেন,
আরে ধুর? ও প্রশ্ন করে সময় নষ্ট করে কোন বোকাহাঁদা?
যে ধর্ম হোক তার, নাগরিক হলে এই দুইথানে টিকি তার বাঁধা,
এমন কি রাজা আর রাজা হতে চাওয়াদেরও তাই..
আমরাই লিখি সব স্বরলিপি বাজনা ও গান…
যেমনটি চাই ঠিক তেমন নাচাই।
হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন..
‘ধ্যাত্তেরি !’ কারা যেন বলে ওঠে, ‘ বেকার প্রশ্নে কেন করো জ্বালাতন?’
কারা ওরা? ওরা কারা?
দেখো তো চিনছো নাকি এসব চেহারা..
সিরাজের বলে ক্যাচ ধরে জাপটান বিরাট কোহলি. হিন্দু না মুসলিম, কী বলি , কী বলি… ধ্যাত্তেরি
খালেদের থ্রু পেয়ে নিখুঁত ভলিতে গোল দিলো সনাতন..
দুজনের একস্কুল পাশাপাশি বসে,
হিন্দু না মুসলিম, কে হিসেব কষে..ধ্যাত্তেরি
দ্বৈত কণ্ঠে পাঠ করছেন জুলেখা ও সুলেখা..আখতার ও মিত্র,
যে কোনো মঞ্চে ধরাবাঁধা এই বাচিকের চিত্র,
হিন্দু না মুসলিম. আরে থামো, অশ্বের ডিম,ধ্যাত্তেরি!
দুদিন আসোনি কেন, কি ব্যাপার আনোয়ার?
বক্তা শুভ্র দাস , হাওড়া আসানসোল ডেলি প্যাসেঞ্জার,
‘বলবেন না দাদা, অ্যাক্সিডেন্ট করেছিলো বন্ধু প্রসূন,
ওকে নিয়ে ছোটাছুটি, দেখুন না , দিতে হলো খুন,
আজ ভালো আছে, তাই কাজে পুনরায়..
হিন্দু না মুসলিম প্রশ্ন করবে কি এই কামরায়? ধ্যাত্তেরি!
‘তুমি নামাজটা পড়ে নাও দাদা, আমি সামালাচ্ছি’..
বক্তা সমীর আর শ্রোতা আমজাদ,
এরা রাজমিস্ত্রি , আনাজ বিক্রেতা নাকি এক ডিঙি বাওয়া দুই মাঝি,
উহ্য থাকুক সংবাদ, তা জেনে নেই কোনো কাজই,
শুধু ওই প্রশ্ন কোরোনা.. ধর্ম মানে না পেটে খিদের তাড়না,
উত্তর ভাবতে গিয়ে হয়ে যাবে দেরি.. ধ্যাত্তেরি!
হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন…
আর যেই হোক সেটা , নয় জনগণ,
তাদের রয়েছে পড়ে রোজকার কাজ,
আদার ব্যাপারী তারা, কখনো চড়েনি কোনো যুদ্ধজাহাজ।
পাশাপাশি রেখো তাই রবি-নজরুল..
দিক চিনে নিতে যদি হয়ে যায় ভুল,
এইখানে ফিরে এসে কম্পাস শুধরিয়ে নিও বারবার..
হিন্দু বা মুসলিম জানাটাতে নেই প্রয়োজন,
এ দেশ ধর্মের নয়, রাজনীতিদের নয়, বণিকের নয়,
এদেশের অধিকার তোমার আমার।
আমরাই কাণ্ডারী, হাত ধরো দেবো পাড়ি ,
চলো গর্জাই.. হিন্দু ও মুসলিম ভেদে দিয়ে ছাই,
চলো করি কোটিস্বরে এক চিৎকার..
হুঁশিয়ার, হুঁশিয়ার, হুঁশিয়ার!
আর্যতীর্থ