। হরিদাস।
কোটি ঘোটালার খটখটে দেশে করি ফুটোকড়ি চাষ,
ভোট ছাড়া কেউ পোঁছে না আমায়, নাগরিক হরিদাস।
বদান্য রাজা খয়রাতে দিলে টুকটাক অনুদান,
আভূমি প্রণামে সম্বৎসর গাই তাঁর জয়গান।
খোলামকুচির মতন ছড়িয়ে মিছিলে নিশান ধরি,
যে রাজা আসুক , অ-বদল থাকে থোড় খাড়া আর বড়ি।
অ-মুখ সংখ্যা, অমুক হওয়াটা আমার কপালে নেই,
অথচ ভাবলে ধর্ম জিরাফ আমি আছি সবেতেই।
নেতার শাসনে শাসানি ভাষণে আমি ভয় খেয়ে মরি
রপ্তানি হওয়া কোটিপতি লোটে আমারই গাঁটের কড়ি।
দাঙ্গা আগুনে হই পুড়ে ছাই, জঙ্গীর বোমে ফাটি,
হুটারের গাড়ি চেপে রাজা গেলে, ছেলে কোলে পথ হাঁটি।
আমি যে কেবল এক ভোটওয়ালা, রাম বাম হাত বোঝে
সহজে দাবানো দাবী যায় যার, কে আর তাকে খোঁজে!
ধর্মরা জানে এক ধমকেই আমি এসে যাবো হাতে,
আমি সেই লোক, নিজেকে দেখতে ভয় যার আয়নাতে।
যে কোনো সময় কুমীরভোজ্য, তবু জলেতেই করি বাস,
আজীবন বাঁচি নামহীন হয়ে, আমি নাগরিক হরিদাস।
আর্যতীর্থ