। ঘর ।

দেখতে দেখতে বইলো অনেকদিনই
ম্যাপ বিহনেও সফর আছে জারি
ফেরার জন্য তোমার কাছে ঋণী
বাতিঘরের মতন জ্বলে বাড়ি

পান্থশালায় চেক ইন চেক আউট করে
চলছে জীবন কতলোকের দেখি
অলীক ধরতে ছুট দিয়েছে জোরে
হোঁচট খেলে সান্ত্বনা পায় মেকি

বদলেছে আজ রাস্তা চলার ধাঁচও
হাতছানি দেয় কপালকুন্ডলারা
পথিক তুমি পথ কি হারাইয়াছো?
সেই ডাকে কেউ দিয়েই ফেলে সাড়া।

কিন্তু সে পথ কোথায় যাবে নিয়ে
কজন সেটা হিসেব করে হাঁটে
হয়তো দেখে অস্তাচলে গিয়ে
পৌঁছে গেছে বলির হাড়িকাঠে

সময় এখন খুব কুয়াশায় ঢাকা
যায়না দেখা কাল নেবে কোনখানে
কোথাও বসে সফর-রথের চাকা
কোথাও আবার খাদের দিকে টানে।

এই পথিকের সেসব চিন্তা নেই,
যতই সফর জুড়ে আসুক ঝড়,
ঝাপট গেলে যাপন শান্তিতেই
সব রাস্তাই শেষঅবধি যায় ঘর।

তোমার কাছে ফিরি কাজের পর..

আর্যতীর্থ