। ঘন্ট।
আসলে নানান তরকারী সব, তুমি আমি যদু মধু,
নানান নেতার মশলাছিটেতে ঘন্ট পাকানো শুধু।
সেই ঘ্যাঁটটাকে দুনিয়ার লোকে রাষ্ট্রের নামে ডাকে,
নেতামশলার গুণমান দেখে স্বাদ বদলাতে থাকে।
নেতা গোঁড়া হলে সাবেকিয়ানায় ভেজাল সুখের গন্ধ
একরঙা কড়া ঝাল মশলায় জ্বলে যায় নাসারন্ধ্র।
ইতিহাস ভ্রমে রূপকথা মাখা স্বাদ ভারী তিতকুটে
কিছু লোক তবু সুস্বাদু বলে তাই খায় চেটেপুটে।
কোনো নেতা মানে চুরির মশলা ঘন্টে ছড়ানো যেন
পৃথিবী বলবে সবই তো রয়েছে, এতটা আলুনি কেন?
কারো উৎকট জাতপাত ঝাঁঝে গা গুলিয়ে বমি আসে,
কোটা মেপে দেওয়া জনসবজিতে না সেদ্ধ খোসা ভাসে।
কোনোদিন যদি উদার মশলা পড়ে যায় সবজিতে,
সারা বিশ্বের মানুষ আসবে আহা তার স্বাদ নিতে।
সেদ্ধ জীবনে নাস্তানাবুদ সামলাতে তেতো ঝাল,
স্বাদ ফিরে পাবে ঘন্টটা শুধু প্রগতিতে অভেজাল ।
যে রাষ্ট্র আজ বিস্বাদ লাগে, পাল্টাতে পারে কাল।
আর্যতীর্থ