। গণতন্ত্র।

তোষণ এবং শোষণ ছাড়াও শাসন করা চলতে পারে,
এ তথ্যটা কোনো শাসক রাখেন না তাঁর বিজ্ঞ মাথায়,
নতুন রাজা এসে গেলেই প্রজায় প্রজায় বিভাজনে
আতংক আর খুশী ছড়ায় প্রশাসনিক তৎপরতায়।

ভাষণ দেওয়ার সময় থাকে সব রাজারই উল্টো বচন
সোনার দেশে সব খাগড়া-ই তাঁর দুচোখে সমান হবে
ভরণপোষণ সবকিছু এক ধর্মজাতের নির্বিশেষে,
সব চাকাতেই সমান তেলে প্রগতিরথ দৌড় লাগাবে।

বস্তুত রাজদণ্ড পেয়েই রাজারানী অমনি  ফোঁসেন,
ভাগ করে নেন পরের বারে কাদের ভোটের আশা বেশী
কোথাও তেলা মাথাতে তেল কোথাও বা তেল পথের ওপর
চান না শাসক ভোট অভোটের খুব একটা হোক মেশামেশি।

গোটা দেশের তিনিই রাজা সে তথ্য হয় পর্দানশীন,
শাসক ভাবেন ততটা দেশ ভোট পেয়েছেন যতটুকুন,
দেশের লোকও বোঝেন সেটা কোথায় কৃপা কোথায় লাঠি
যতই কেন বক্তৃতাতে হুজুর নাকী কান্না কাঁদুন।

শোষণ এবং তোষণ বিনা শাসন এখন হয়না দেশে,
ভোটেরা সব সুখেই থাকেন, অভোট বাঁচেন কায়ক্লেশে।

আর্যতীর্থ