। গল্প একই।
হীন বিদেশী দিচ্ছে হানা, রাষ্ট্র জুড়ে উঠলো রব,
দেশের রাজা হাঁকছে জোরে, সৈন্য গেলো কোথায় সব!
সীমান্ততে ভিনদেশীরা, আক্রমণের হেতু সাজায়,
খাগড়ারা সব প্রমাদ গোনে, লড়াই শুরু রাজায় রাজায়।
যুদ্ধ হবে ভয়ঙ্করই, দুই তরফেই বীর তো বহু,
সময় নিলো ঝালিয়ে স্মৃতি, বর্ণনা যে এক হুবহু।
সভ্যতাদের শুরুর থেকে, আরম্ভ এই আক্রমণও,
যুদ্ধে শুধু যুদ্ধ বাড়ে, শেখেনা তা কেউ কখনো।
সীমান্ততে এসছে সেনা, চাইছে তারা দেশের দখল
সিংহাসনের অধিকারে, শুরু এবার লড়াই প্রবল।
কমতে থাকে দুদিক থেকেই, বীরসুমারির জীবন্তরা,
করলে রাজা রক্ত দাবী, বেতনভূকের কি আর করা।
দেখতে দেখতে ঘায়েল হলো, দুপক্ষতেই লক্ষ সেনা,
কারোর ছেলে কারোর বাবা, ঘরের দিকে আর ফেরেনা।
লাশের পাহাড় ভিনদেশীদের, লাশ বেড়ে যায় স্বদেশজাত’র
যুদ্ধ হলে মৃত্যু শুধু, হার বা জিতের ফলকপাথর।
ঘোলা ধরে মাছ ধরবার, লোক জুটে যায় ধ্বংসলীলায়,
সিংহাসনের অমোঘ লোভে, দেশের মাটি মুফতে বিলায়।
দুদিক থেকেই এমন চাপে, দেশের রাজা আর কি পারেন,
প্রাণ দিয়ে বা মান দিয়ে তাঁর, নিজের দেশের সত্ত্ব হারেন।
ভিনদেশীদের গল্প এমন, অতীত ঘেঁটে অনেক পাবে,
দেখবার দিক বদলে গেলে, নায়ক ও খল পাল্টি খাবে।
মানুষেরই গল্প এসব, ভিনদেশী আর দেশের ছেলে,
বর্তমানের ব্যাখ্যা যেমন, মানসম্মান তেমন মেলে।
রাজনীতি তার স্বার্থে ঘাঁটে, হারিয়ে যাওয়া চিতা কবর,
রামচন্দ্র লংকাতে যা, দিল্লীতে হন তিনিই বাবর।
আর্যতীর্থ