। গব্য।

গরুর হিসি শুনছি নাকি সারিয়ে দেবে ক্যানসারও
রেডিও কেমো সার্জারি চাই,ফালতু ওসব জ্ঞান ছাড়ো।
কমবে কতই স্বাস্থ্য বাজেট নেতার অমোঘ টোটকাতে
আমিই শুধু বোকার মতন ভুগছি কয়েক খটকাতে।

বলছিলাম কি, অমর না হয় হলাম পঞ্চগব্যতে,
জি এসটি কি দিতে হবে মহার্ঘ্য সেই দ্রব্যতে?
ব্র্যান্ডেড কি যাবে পাওয়া, নাকি কেবল জেনেরিক?
মোষের ভেজাল বোঝার উপায় কেউ আমাকে জেনে দিক।

সারছে অসুখ গোমূত্রতে, গোবর যখন পাওয়ারফুল,
কে আর করে বোকার মতন হাসপাতালে যাওয়ার ভুল?
একটু বলো খোলসা করে কোন রোগে খাই কয় চামচ,
ও নাগরিক , মনের থেকে রোগবালাইয়ের ভয়টা মোছ!

ভাবছি বসে এতই অমোঘ হাজার গুণের বর্জ্য যার,
ভোজ্যটি তার সাপটে খেলে মগজ হবেই খড়গ-ধার।
সেই ভাবনায় লাঙল দিয়ে খড়বিচালি ট্রাই করে,
কি বলবো ভাই, কোষ্ঠ হয়ে পেটব্যথাতে যাই মরে।

বিজ্ঞাপনের এই চমকেও যাচ্ছে না যে খটকাটা
( সবাই জানে এই অভাগা বোকা এবং ঠোঁটকাটা)
এতই যখন রোগ সেরে যায় নব্য গব্য-চিকিৎসায়,
তবে কেন মন্ত্রীরা সব হ্যাঁচ্চো হলেই বিদেশ যায়!

রাজা হলেই গব্য তখন কাজ করে না আর বোধহয়..


আর্যতীর্থ