। ফিরিয়ে আনো।

ফিরিয়ে আনো মরাল সায়েন্স, ফেরাও পঞ্চতন্ত্রকে
গল্প ফেরাও ঈশপেরও, অতীত এদের করলো কে!
সরল নীতিকথা যেন রোজের কালোর ভিড় তাড়ায়
মানুষ গড়ার মশলা জোগান হোক না কচি শিরদাঁড়ায়।

কার্টুনে সব ঢিসুম ঢিসুম হিরো এবং ভিলেনদের
খাচ্ছে কেমন শিশুর মগজ তোমরা কি কেউ পাচ্ছো টের?
ভিডিও গেমস বলছে দানব মারতে থাকো বন্দুকে,
হিংসা এবং রক্তপাতে যাচ্ছে না কি মন ঢুকে?

ঈশপ কিংবা পঞ্চতন্ত্র গল্প হয়েও গল্প নয়,
ছোট্টবেলার থেকেই তাতে ঠিক বেঠিকের তফাত হয়।
চেঁচাচ্ছে তো সবাই শুনি যাচ্ছে কোথায় মূল্যবোধ,
কোনটা দামী শেখেইনি তাই যুগের হুজুগ তুললো শোধ।

সত্যি বলা কেন উচিত, করলে চুরি কি হয় পাপ,
শৈশবে তা শিখিয়ে দিলে আজন্মকাল রয় সে ছাপ।
চাইছো যদি  প্রজন্ম পাক মানুষ হবার মন্ত্রকে,
ছোট্টবেলায়  ঈশপ ফেরাও, ফেরাও পঞ্চতন্ত্রকে।

আর্যতীর্থ