। ফাউ।

মুফত পাওয়া চোদ্দ আনাই দেশ জুড়ে আজ সাধের লাউ,
আসল নিয়ে কেউ ভাবেনা , লক্ষ্য সবার কোথায় ফাউ।
ফোকট পেলে বাড়তি কিছু, সেদিক পানেই ধায় নয়ন,
ফাউয়ের ভারে ধুঁকছে সময় , ঝাপ ফেলে দেয় উন্নয়ন।

রাজনীতি আজ খুব বুঝেছেন, ফাউয়ের দিকেই টান প্রবল
ভর্তুকি দাও , কিছু কোটাও ,  চলবে তাতেই খুড়োর কল।
কেউ বলে দেয় লাখ পনেরো, আসবে সবার পাশবইয়ে
কারোর গাজর ছ’টি হাজার, জিতিয়ে দিলে ভোট দিয়ে।

আমরা খুশি দারুণ এতেই, এক দুটাকায় চাল পেয়ে,
সাঁতরে আসে ভোটের কুমীর, অনুদানের খাল বেয়ে।
চায়না শাসক পেট ভরে যাক  নিজের ঘামের রোজগারে
ভাতা’র  নামে ভিক্ষা দিলে সেটার যেন খোঁজ বাড়ে।

খালি পেট আর ছেঁড়া কাঁথার ফাঁক ঢাকা যায় ফাউ দিয়ে
শিকেয় তুলে মানবজমিন, ঝগড়া তুমুল ‘ কাউ’ নিয়ে।
দিনের বদল হয় না কেন, তার  জবাবে নিঃস্বরে,
রাজামশাই খিদের সাথে ফাউ দিয়ে দেন ঈশ্বরে।

আসল লোটে ওপরমহল, আমজনতার ভাগ্যে ফাউ,
পোড়ার দেশে তাও জ্বলে না প্রতিবাদের আগুন দাউ।

বিনাশ্রমে যা পাওয়া যায়, সেটাই এখন সাধের লাউ...

আর্যতীর্থ