। ফাঁপা।
পাথর , তুমি মানুষটাকে দেখতে দিলে না।
তার দিশাতে দেশ অভিমুখ বেঁকতে দিলে না।
নানান ঢংয়ের মূর্তি গড়ে, ধন্য সে নাম মাথায় করে
রইলে বটে, তাঁর আঁচে মন সেঁকতে দিলে না।
বাণী, তুমি শিক্ষাকে তাঁর আড়াল করে দিলে
একটি দুটি উক্তিতে তাঁর জীবন ভরে দিলে।
‘রক্তে দেবো স্বাধীনতা’ শুনলো না কেউ বাকি কথা
ধরাছোঁয়ার বাইরে কল্পমানুষ গড়ে দিলে।
আইডলকেই ধরছি সবাই, ইডিওলোজি না
পুজছি শুধু , খুঁজছি না কেউ কোন দিকে তাঁর পা
তুলছি তাকে পাহাড়চুড়োয় শীর্ষে তুলেই গল্প ফুরোয়
আদর্শে তাঁর গড়তে জীবন করছি কি কেউ গা?
ভাবতে হবে, সবাইকে খুব ভাবতে হবে এবার
কী মানে হয় লক্ষ্যবিহীন এমন পুজো দেবার।
হইহুল্লোড় বক্তৃতাতে ভক্তি কি আর সত্যি তাতে
নাম নিয়ে তাঁর ব্যবস্থা হয় অন্য কারোর মেওয়ার।
পাশ কাটিয়ে আপোষ করে দেশপ্রেমের সদগতি
করছি সবাই, রোজনামচায় এখন সেটা নিত্যকর্মপদ্ধতি
ভারত নিয়ে কেউ কি ভাবি ধান্দা বুঝে ওঠাই দাবী
নোট কামানোর কার্যে লাগাই দেশপ্রেমের ছদ্মটি
আমরা কি আজ তৈরী আছি, আসেন সুভাষ বোস যদি?
আর্যতীর্থ