। ফালতু।  

এই যে মশাই, হিন্দু কি?
রাম বিনা হয় দিন দুখী?
মন্দির হোক যেমন করে,
সেটাই তর্ক-বিন্দু কি?

আদাব জনাব, মুসলমান?
আল্লাহ নামে লুটান জান?
মসজিদ ঠিক হবেই হোথায়
এমনতর কসম খান?

ফয়সালা তো জলদি খুব,
চাদর চড়ান, দিন’গে ধূপ,
পেশ হয়েছে আদালতে
টেক্কা দুরি সব তুরুপ।

আচ্ছা ধরুন, রাম জিতে,
পেলেন জমি নাম দিতে
দেশ জুড়ে সব হিন্দু খুশী
শঙ্খ বাজান শান্তিতে।

কি হবে তার পরে দিন?
মকুব হবে চাষীর ঋণ?
বেকার ছেলে চাকরি পেয়ে
নাচ লাগাবে তা ধিন ধিন?

কিংবা ধরুন উল্টোতেই,
আদালতের রুল মতেই,
আল্লাহ মালিক হলেন জমির
আর একটুও ভুল তো নেই।

দৌড়াবে কি অমনি দেশ?
নাগরিকের ঘুচবে ক্লেশ?
পাল্টে যাবে বাজার গিয়ে
আঁতকে ওঠার বদভ্যেস?

দেখুন জনাব, আর মশাই,
থাকবে দেশে এক দশাই,
ভাত দেবেনা এক থালা কেউ
কিল মারে খুব সব গোঁসাই।

আল্লাহই পান, কিংবা রাম,
থাকবে ঘামের শূন্য দাম।
তাই বলি কি, বরং ভাবুন
আপনি বাঁচলে বাপের নাম।

আর্যতীর্থ