। ফেক।

সব ফরওয়ার্ড ভাবাক এবার আসছে ফেকের গন্ধ কি,
মগজ দেবো বন্ধকীতে, যুক্তি অতই অন্ধ কি?
গুঁড়িয়ে তাবত সাক্ষ্যপ্রমাণ ফেলছে কারা myth পাঁকে,
আমরা কেন ভিস্তি হয়ে জল দেবো সেই মিথ্যাকে?

কম্পিউটার বানায় এখন ইচ্ছেমতন আজগুবি,
মানছি তাদের কপট বোঝা সে ঝকমারির কাজ খুবই
তবুও মোটে যায়না বোঝা জোচ্চুরি তার এমন না,
তবে কেন ফোন থেকে ফোন ফেক ভিডিও’র এ বন্যা?

ঘৃণার হরেক কারখানা আজ, উৎপাদনও তার প্রচুর,
নিপাট কথার মধ্যে কেঁচোর ছদ্মে লুকায় শঙ্খচূড়।
বিশ্বাসী সব ভ্রমের ব্যুহে আটকে রেখে সত্যকে,
চাইছে ওরা ভয়ের জারজ ঘেন্নাকে নিই দত্তকে।

কিন্তু এ তো সবার জানা, নেট জুড়ে আজ ফাঁদ পাতা
তবুও কেন ফেক না চিনে বন্ধুজনের কাত মাথা?
এক লহমায় বের করা যায় তথ্যে কি কি ভুল ভরা,
তাও দেখি রোজ ফেকের হাতে যুক্তিবাদের চুল ধরা।

সময় আজও ইচ্ছে রাখে আগামীতে দেখবে সে,
জলদি ডিলিট সব ফরওয়ার্ড, আসছে যারা ফেক বেশে

ঘেন্নাবাজের ঢাক পেটানো, তলানিতে ঠেকবে সে..

আর্যতীর্থ