। এনকাউন্টার।

মাওবাদী সন্দেহে নিরীহ নিহত।
কি সব্বোনাশ! আমাদের কেউ হলে কি  হতো?
ধিক ধিক , পুলিশকে ধিক!
ঘৃণ্য ধর্ষক ছিলো, খতম চারটেই।
অহো কি অপূর্ব, এত ভালো বিচার আর নেই।
ঠিক ঠিক, পুলিশই তো ঠিক।

একদিকে মিল আছে, দুটোতেই হয়নি বিচার,
খাতায় কলমে, দুটোতে লেখাটা এক..
‘এনকাউন্টার।’

আর্যতীর্থ