। এক শূন্য।
ভালোবাসা আকাশকে ছুঁয়ে এসে দেখে
মানুষ বেঁধেছে তাকে শূন্য ও এক-য়ে।
ইচ্ছেগুচ্ছ সব ইমোজিতে বেঁধে,
সেভ বা ডিলিট করে প্রেম প্রত্যেকে।
এডিটিংয়ে ব্রণক্ষত সব যায় সেরে
সেলফির চাহিদারা ক্রমে ওঠে বেড়ে
পোস্ট করা মানুষেরা আয়নাকে ডেকে
ধমকিয়ে বলে ওঠে ‘ অ্যাই তুই কে রে?’
ঠিকুজির ঠিকানাটা ফেসবুকে দিয়ে
ইমেজ গড়তে থাকি নিজেকে পেঁচিয়ে
একদিন চেয়ে দেখি বাকি আমি মুছে
ওটাকেই ‘আমি’ সব বলছে চেঁচিয়ে
যে আবেগ উপচিয়ে ডিজিটালে নেই
পাত্তা পায় না তারা কোনো গল্পেই
শূন্য ও এক-হীন রাগ ক্রোধ শোক
হেরে বসে লড়াইটা তারা শুরুতেই
নিরালা সাকিন ছেড়ে বহুগুণ হতে,
আবেগ বেঁধেছে বাসা এক-শূন্যতে
সকলের কাছে থাকে সবার খবর,
তবু কেন জীবনকে দেখি গুম হতে?
সবাই কি হারিয়েছি এক শূন্যতে?
আর্যতীর্থ