। e-স্বর।
ফিসফিসে বিষ ঢালছে কারা উপচে ফোনে নিঃস্বরে,
বেচছে ঘৃণা তথ্য বলে , বিভেদকামী e-স্বরে।
কার মগজে জন্ম যে হয় মগজখেকো এ কীটদের,
জানছে না কেউ, মন বিষিয়ে যাচ্ছে বিঁধে বিষ-শরে।
বিনা রিওয়ার্ড খুব ফরওয়ার্ড করছে এত লোক কেন?
সবারই কি ইচ্ছে এখন দাঙ্গা দেশে হোক যেন?
থামছে না কেউ, দমছে না কেউ, মানছে না কেউ যুক্তিতে,
বিষ-বেসাতি’র প্রচারে কেউ লাগাচ্ছেনা রোখ কেন?
লাগাচ্ছে না , কারণ যারা ওপরতলায় র’ন বসে,
তাঁরাই যে চান, এ ফালতুতে থাক জনতার মন বসে।
পেটের খিদে, বাড়তি অভাব, দাম না পাওয়া ঘামের ক্ষোভ,
ধর্ম দিয়ে সব ঢাকা যায়, সহজ সরল অঙ্ক সে।
ঈশ্বরে নয়, চান যে ওঁরা e-স্বরে থাক সবার মন,
ঝাঁক বুঝে তাই আল্লাহ বলেন কিংবা জপেন জনার্দন।
আসল কথা , ফেকের থেকে ফিরলে মানুষ বাস্তবে,
চাইবে রুজি, চাইবে রুটি ,বাসস্থান আর আচ্ছাদন।
ভুল e-স্বরের গল্পগুলোয় লাভ হবে না খুব তখন।
আর্যতীর্থ