। দ্বেষহীন দেশ।
দেশ থেকে দ্বেষ উচ্ছেদ করা শুরু করে দিই এসো
সহনাগরিক, চলো বলে উঠি ‘ভালোবাসি, ভালোবেসো।’
অনেক হয়েছে ঘেন্নালড়াই, ভাই ভাই ভেদাভেদে,
অথচ আমার ছোঁড়া তির এসে আমার বুকেই বেঁধে।
অভিজ্ঞতায় হয়নি শিক্ষা , রঙ বিভাজন খুঁজি,
সহনাগরিক, হোক না এবারে রামধনু রঙ পুঁজি।
হয়তো জাতিতে হিন্দুই তুমি ,পড়শিটি মুসলিম,
পুব পশ্চিম দুটো দিক শুধু , তফাত ঘোড়ার ডিম।
তোমাদের পেটে জ্বলে একই খিদে, মন জুড়ে একই ভয়,
ভিনঈশ্বরে আলাদা হয়না মানুষের পরিচয়।
উনি খ্রীষ্টান, অমুকে বৌদ্ধ, ইনি কট্টর শিখ,
ঘরের বাইরে ভারতীয় বলে এ দুনিয়া চিনে নিক।
অথবা তোমার নীলসাদা রঙ, ইনি ঘোরতর লাল,
তুমি আজ যেই রাজাসনে বসে, এনার তা গতকাল।
ওদিকে হয়তো আছেন গেরুয়া, আগামীর দাবী ধরে,
গণতান্ত্রিক রিলেতে ব্যাটন নানা হাতে হাতে ঘোরে,
তা ঘোরে ঘুরুক, তাবলে সেখানে রক্ত কেন যে লাগে,
যে কোনো রঙের পতাকাবাহক নাগরিক জেনো আগে।
শোনা আছে দেশে আইনের চোখে সক্কলে এক নাকি
রোজের খবরে চোখে পড়ে সেই ধারণায় কত ফাঁকি
সিংহাসনের কাছাকাছি যারা , নিজেদের রাজা ভেবে,
খুঁজে খুঁজে ঠিক ভিনরঙেদের বেআইনি বাঁশ দেবে।
রঙ আসে যায়, রঙ পাল্টায়, বিরোধীনিধন চলে,
নাগরিক মারে সহনাগরিক , কারণ সে ভিনদলে।
বছর ঘুরেছে, এসোনা এবার দৃষ্টিকে করি স্বচ্ছ,
নাহলে মিছেই হ্যাপি বলে হাসো, ভুল পথে এগোচ্ছো।
সহনাগরিক , দ্বেষ ছেড়ে এসো দেশে হই বিশ্বাসী,
বাড়িয়েছি হাত, একে ছুঁয়ে বলো ‘ভালোবেসো ,ভালোবাসি’
আর্যতীর্থ