।দুই মহাজন।

ভালো কাজে ঈশ্বর অবধারিত কিছু  কমিশন পান।
পরকালে আরামের আগাম আমানতে, ইহকালে দুঃখহীন ভবিষ্যতের আশায়,
সুচারু মঙ্গলকাজে অছি থেকে যান ভগবান।

খারাপ কাজে শয়তানও কিছু কম নয়
তাবত ধর্ষণ ও হত্যায় সে নিশ্চিত নেপথ্য নায়ক,শিউরে ওঠার কোনো মুহূর্তই তার নজর এড়ায় না,
প্রতি ঘেন্নায় তাকে ট্যাক্স  জমা দিতে হয়।

মাঝের মানুষটির জন্য আর কিছুই পড়ে থাকেনা
এই দুই কড়ায় গন্ডায় আদায়কারীর পাল্লায় পড়ে,বছরকার শ্রম নিংড়ানো নিঃস্ব চাষীর মতো,
তার ভাগে জমে শুধু পাপ পুণ্যের দেনা।

এইভাবে বাঁটোয়ারা হয় জীবনের প্রতি কটা ক্ষণ
মানুষের কোনো কাজ , ঘটনা বা আচরনবিধি,মানুষের মতো বলে কেন যেন কেউ ভাবে না,
সুদসহ আসলটা পুরো নিয়ে যায় এই দুই মহাজন।

কর দেওয়া অভ্যাসে নিজেকে হারিয়ে ফেলে
মানুষ বেভুল হয় কে নিচ্ছে মুহূর্ত কর তার থেকে। শয়তান নিশ্চুপে ভগবানের সাথে জায়গা বদলালে,
পুণ্যের ছলে লোক ধর্ষণ হত্যাতে সুখী হতে শেখে।

কবে যে জীবন যাবে মানুষের নামে কিছু দায়িত্ব রেখে!

আর্যতীর্থ