। দ্রুত।
দেশ ও কালের প্রেক্ষাপটে,
বদল অনেক হচ্ছে বটে,
এমনিতে তো আমার দেশে
যা কিছু সব আস্তে ঘটে।
গয়ংগচ্ছে পেঁচিয়ে পাকে
হচ্ছে হবেই চলতে থাকে,
কারা যেন গিয়ার মেরে
ফাস্ট ফরওয়ার্ড করছে তাকে।
হচ্ছে যা সব ভালো কি তা?
জবাব জানেন শিবের পিতা,
কেউ বলে এই দ্রুতের দোষে
বাড়বে দেশে কবর চিতা।
ঠিক এটারই উল্টো সুরে,
কেউ বা ওঠেন তেড়েফুঁড়ে,
বলেন এসব হয়নি আগে
লাখ দেওয়ালে মাথা খুঁড়ে।
আমরা যারা মাঝামাঝি,
আধেক ভালো, আধেক পাজি,
নিজস্ব সব মত ছড়িয়ে
ভেরেন্ডাফল গুছিয়ে ভাজি।
চেঁচিয়ে উঠি কমতি সুদে,
মাসমাইনে’র বিদুরখুদে,
বাতলে চলি সারবে এদেশ
কি পথ্য আর কি ওষুধে।
কিন্তু জনাব এবং মশাই,
সিংহাসনে যাকেই বসাই,
হায় কাটে না কোনোভাবেই
দিনযাপনের ভগ্নদশাই।
যেসব নিয়ে বুকনি ভিড়ে
খবর ভাঙে যাদের ঘিরে
সেসব ঘটার পরেও এ দেশ,
অনটনের এক তিমিরে।
পদ্ম হাত বা নীল সাদাতে
হয়না তফাত পেটের ভাতে
সক্কলে চায় সরল জীবন
ঘামের রুজি, প্রেমের সাথে।
না রইলে সেসব কাজ আর
তপ্ত হলে রোজের বাজার
কি আসে যায় তখন জেনে
কত দ্রুত চলন রাজা’র।
রুটি পোশাক এবং বাড়ি,
পায়না ছোঁয়া সেই দ্রুততার।
আর্যতীর্থ