। ধিক্কার।

    ( সাত মাসের শিশুকে দুধ খাওয়াতে চেয়েছিলেন, জায়গা পাননি। বাচ্চাকে দুধ খাওয়ানো নাকি ঘরেই সারা উচিত। দুয়ো সাউথ সিটি মল!)  

এদিক গেলে জিনি জনি , ওদিক গেলে লিলিপুট,
কথায় কথায় সেল ঘোষণা, দিচ্ছে যেন হরির লুট
মোদ্দা কথায় বাপমায়েদের পকেট যদি সঙ্গ দেয়,
সাউথ সিটি মলটি ছাড়া কিনতে যাবেন কন কোথায়।

বাচ্চা যদি দুধ খায় মা’র গল্প তবে অন্য হয়,
সে মল বলে দোকান খোলা দুধ খাওয়ানোর জন্য নয়।
শিশু যদি মায়ের দুধের দাবী তোলে খুব কেঁদে
বিরক্ত হন মলব্যাপারী, বলেন রাখো মুখ বেঁধে।

রক্ষী বলেন অবলীলায় খাওয়ান গিয়ে টয়লেটে
( ইমিউনিটি বাড়বে বোধহয়, ময়লা যদি সয় পেটে)
সিনেমা হল মুখের ওপর বন্ধ করেন তাদের দোর,
( ব্যস্ত ভীষণ করতে হিসেব লাভের কড়ি আগের শো’র)

ছুটছে সে মা এদিক ওদিক শিশুটি তার সাত মাসের,
নির্বিকারে মল বয়ে যায়, সামলিয়ে ঢেউ ধান্দাদের
অবশেষে এক বিপণীর ঘুপচি আঁধার ট্রায়ালঘর,
মা খাওয়ালেন শিশুকে তাঁর বুকের সুধা তার ভেতর।

সাউথ সিটি মল বলেছেন দুধ খাওয়ানো ঘরের কাজ
আধুনিকের ছদ্ম ছিঁড়ে স্থবির প্রাচীন বাইরে আজ।
জিনি জনি লিলিপুট আর চিলড্রেনস প্লেস ঝলমলে
ভাবনাগুলোয় আজও আঁধার, লক্ষ দুয়ো এই  মলে।

আর্যতীর্থ