।ধারেকাছে।
ফাল’কে বলে আদর করে
আয় এখানে সুঁই ঢোকা,
কাঠ পাহারার বরাত পেলো
ঘূণকীট আর উইপোকা।
সবাই মিলে চালায় কোদাল
সুচারু হয় খাল যাতে
কুমীর আসেন আমন্ত্রণে
মর্জিমাফিক সাঁতরাতে।
করলে চুরি সবাই দেখেন
অন্য দিকে নির্বিকার
ভাঁড়ারঘরের তাবত চাবির
মালিকানা দিব্যি তার।
ভাঙলে আইন শোলার মতন
সামনে সবার মট করে
তাকেই বানায় নেতা সবাই
মন্ত্রীও হন ঝট করে।
রাজা ভোটে ধর্ম বেচেন
বিরোধীরাও সেই পথেই
কেউ যদি চায় পেটভরা ভাত
তবে তার আর রক্ষে নেই।
স্বাস্থ্যসেবার গল্পগরু,
নিত্য চড়ে মগডালে
মরাহাতির দ্বিগুণ টাকা
বিষমদে কেউ টসকালে।
চাকরী পাওয়ার আকাশকুসুম
ফোটে নেতার বক্তৃতায়
অশিক্ষিতের মাস্তানিরা
রাজার ছায়ায় শক্তি পায়।
একাত্মতার বড়াই করেন
মঞ্চ জুড়ে নেতার দল
তলে তলে কুড়িয়ে বেড়ান
ভেদাভেদের বিষের ফল।
সৎ মানে সে আস্ত বোকা
এমন কথাই লোক ভাবে
রোজনামচায় ঘুষরাক্ষস
পকেট মেরে ভোজ খাবে।
অবাক কান্ড , তবুও নাকি
কবি লেখক হেসেই বাঁচে
কোথায় সে দেশ তা জানিনা
লোকে বলে ধারেকাছে।
আর্যতীর্থ