। দেশী বিদেশী।

কারা নাগরিক আর কারা মোটে নয়,
সেটার ভিত্তি লেখা তুলোট কাগজে,
যাদের ওপরে নয় সময় সদয়,
জীবন হাতড়ে তারা পরিচয় খোঁজে।

শিকড় মাটিতে ছিলো কতটা গভীরে,
জন্মপঞ্জী তার মানে বোঝে একা
মানুষী সীমানা দেয় পরিচয় ছিঁড়ে,
বিদেশীর সাথে হয় আয়নায় দেখা।

কতটা সুবোধ হলে নাগরিক হবে,
ব্যাখ্যাটি ধরা থাকে রাষ্ট্রের কাছে,
কোন গর্তের থেকে কেউটে বেরোবে
সে গুজব সেঁকে লোকে জাতীয়তা আঁচে

কোনখানে ঘর তার কোথায় স্বদেশ
মানুষ ভাবেনা সেটা যাপনের ফাঁকে
যেখানে রয়েছে সে শুরু থেকে শেষ
নথিরা বানাতে পারে আনভূমি তাকে।

আজ আমি দুধেভাতে, অ-বাস্তু তুমি,
কাল উল্টাবে কিনা বলা দুষ্কর,
ভিটে বলে কিছু নেই, শুধু বাসভূমি,
হয়তো এ ভাবীকালে অন্যের ঘর।

আজকে যে নাগরিক, কাল যাযাবর..

আর্যতীর্থ