।দশ মিনিট।
দশ মিনিট। তার মধ্যে বেরিয়ে পড়তে হবে।
রান্নাঘরের পলেস্তারা খসে পড়েছে, বসার ঘরে দেওয়ালে ফাটল।
তলায় সুড়ঙ্গে নাকি বিশ বাঁও জল,
হাঁ-মুখ খুলেছে তার গিলে নেবে বলে স্মৃতি ছয়লাপ ভিটে,
উন্নয়নের পথ খুলে দেওয়া গিঁটে আবশ্যক কিছু কোল্যাটেরাল ড্যামেজে,
হঠাৎই গিয়েছে জানা পায়ের তলার থেকে সরে যাবে মেঝে,
দশ মিনিটের মধ্যে তল্পিতল্পা নিয়ে বেরোতেই হবে।
শুধু কেউ বলছেনা পিছুটান খুঁজে খুঁজে ফিরে আসা কবে।
আর্যতীর্থ