। দাম।

খিদের চেয়ে দামী কিছু নেই।
কেনা যায় দুটো রুটি বা এক থালা ভাতেই
নারীর যৌবন, যুবককে দিয়ে মানুষ খুন করানোর আনুগত্য,
অথবা নাগরিকের ভোট দেবার গণতান্ত্রিক সত্ত্ব।
সন্তানকে বেচে দিতে পারে মা, অথবা সন্তান মা’কে
পৃথিবীর তাবত পাপ ও পুণ্যের গায়ে খিদে লেগে থাকে।

খিদের চেয়ে সস্তা নেই কিছু।
যতটা খাবার রোজ আবর্জনায় পড়ে মলপিছু,
সেসবে একটা গোটা শবরের গ্রাম খেতো একমাস।
স্থূলতার রাহু ক্রমে নাগরিক স্বাস্থ্যকে করে নেয় গ্রাস।
হাজার টাকার মাংস ছড়ানো ইতালীয় পাউরুটি,
ঘরের মেঝেতে অবহেলাভরে খায় লুটোপুটি  
তেকোনা টুকরো তার।
রাত্তিরে জোমাটোতে বাদশাহী খানা ফের হয় অর্ডার।

কবে যে আমার দেশে ন্যায্য মূল্য পাবে প্রতি ঘরে খিদে...

আর্যতীর্থ