। ডাক।
সব রামেরই একজন বিভীষণ লাগে,
সব ক্লাইভের মীরজাফর।
নিজের দেশের বিপক্ষে যাওয়ার লোক না থাকলে,
সে ভূমি কবজা করা যায়, দেশ দখল করা যায়না।
ক্ষমতাসীনেরা প্রতি সুকদেব পিছু একটি হংসরাজ পেয়ে যান,
প্রতি ভগত সিংকে ধরিয়ে দিতে থাকে একটা জয়গোপাল ,
এ দেশের ইতিহাসে কুমীর আর কাটা খালের গল্প বহু প্রাচীন।
তবুও, এদের অতিক্রম করে একজন বাঘাযতীন বা চন্দ্রশেখর আজাদ এসেছেন প্রতি যুগে,
দেশের জন্য , নিজের আদর্শের জন্য আহুতি দেওয়ার লোক থাকে চিরকাল,
বরাবরই বিরল সুভাষ কানাইলাল, দেশ বেচা নরেন্দ্র গোঁসাইয়ের ঝাঁকে,
চারপাশে খুঁজে দেখো, নিকষ আঁধারযুগে কোথাও মশালেরা ঠিক জ্বলে থাকে।
অপেক্ষা করো দেশ, কখন দুয়ার খুলে সে আগুন ডাকে....
আর্যতীর্থ