। ডাক।

তোমার স্মৃতি জ্বাললে আলো কলমটাকে নামিয়ে রাখি
হড়পা বানে ভাসিয়ে নেবে, সেই ভয়ে স্রোত থামিয়ে রাখি।
মাঝবয়েসের জং ধরা দিন, ইচ্ছেগুলো সব পরাধীন,
সিঁদুরমেঘেও ভয় লেগে যায়, বিপদ আসে জানিয়ে নাকি?

সেই যে তোমার থোড়াই কেয়ার, নিজের মতো চলার স্বভাব,
নিশির মতন টানতো আমায়, সাপ্টা কথায় ছলের অভাব।
দেখনহাসি সামনে সবাই , আড়াল হলেই কথায় জবাই,
‘ কি যায় আসে’ , তিনটে কথায়, সময় পেতো উচিত জবাব।

আমি ছিলাম তোমার পাশেই , সাথীর থেকেও ভক্ত অধিক,
(বাদবাকি সব ভাবতো জানি আবডালে এ ছক করে ঠিক)
লোকের মাথায় ঘুরতো পেশা, পদ্য নাটক তোমার নেশা,
সিলেবাসের বাইরে ভ্রমণ , যাওনি বড় ক্লাসের ওদিক।

হিমঝরা এক সায়াহ্নতে, অস্তরাগকে সাক্ষী রেখে,
‘আমার সাথে হারিয়ে যাবি?’ বললে যখন আমায় ডেকে,
তখন আমার কুন্ঠিত পা, স্বপ্নগুলোর সাথ দিলো না,
আঁধার নামে বিষাদ নিয়ে, রাস্তা গেলো দুদিক বেঁকে।

পৃথিবী তার নিজের মতো, ঘুরপাক খায় সূর্যটাকে,
মেলাই গলা সবার সাথে, দিন চলে যায় সুর জোটাতে।
আজ এসেছে পত্র আবার ‘ সময় পাবি হারিয়ে যাবার?’
ভুলেই গেছি যে লোকটাকে, হঠাৎ কেন খুঁজছো তাকে?

যাই বা না যাই, তুমি জানো এবার আমি ডুববো ডাকে।

আর্যতীর্থ