। দাবী।
যদি অন্য কোনো পুরুষের প্রেমে পড়ো ,
ভিত কাঁপিয়ে , চেনা দেওয়াল ছাপিয়ে
ভয়ঙ্করের থেকে ভয়ঙ্করতর
সবভাঙা সুনামি আমাদের ডাইনিং টেবিলে পড়ে আছড়িয়ে,
ভেঙে যাবো, ভেসে যাবো , ডুবে যাবো নাকি ?
তোমাকে আঁকড়ে ধরে বলে দেবো হেসে,
এইভাবে যদি জোর করে কাছে ধরে রাখি,
দেখি কতদূর যাও তাকে ভালোবেসে।
অভ্যাসে প্রেম বাড়ে, এক থাকে, কমে,
এ নিয়ে তত্ত্ব আছে মেলা। বস্তুত প্রেম কি যে,
কখন উদারা তার, কবে নামে শমে,
অন্য হৃদয় চাই নাকি বেঁচে থাকে নিজে নিজে,
জলঘোলা কত হলো পক্ষে বিরোধে তা নিয়ে।
আমি তো জ্ঞানী নই, বরং মূর্খ বলে লোকে,
স্থিতাবস্থাকালীনই ভালো রাখা এ জানিয়ে
আগামীতে পড়ো যদি আর কারো প্রেমে, সূচ্যগ্র জমি আমি ছাড়বো না ওকে।
হঠাৎই নিভিয়ে আলো, আলমারি তালাচাবি মেরে
গোছাটা দেরাজে রেখে চৌকাঠ পেরোতে যদি চাও,
যদি বলো নতুন সফরে যাবে পুরোনোকে ছেড়ে
মাঝপথে,
অতটা উদার নই দোর খুলে বলে দেবো যাও চলে যাও।
যাকে খুশি ভালোবাসো, এ পুরুষ ছেড়ে যেতে দেবোনা কোথাও।
আর্যতীর্থ