। কফিন।

ওই যে বেগে উড়ছে বিমান, গেরুয়া সাদা সবুজ নিয়ে
আমার দেশের উন্নতিগান ,লিখছে মেঘের আখর দিয়ে।
ওদের শাসন আকাশ জুড়ে , তৈরী থাকে সব বিপদে,
সময় এলো দেখার ঘুরে, যাচ্ছে ওরা আজ কি পথে।

দেশপ্রেমের নাম করে বেশ, ভেরেন্ডাদের হচ্ছে ভাজা
বিজ্ঞাপনেই চলছে এ দেশ, বনগাঁয়ে সব শিয়াল রাজা।
বলছে বটে এই এতটা, দিলাম লিখে সেনার খাতে,
শহীদ হলে অশ্রুফোঁটা, আর কিছু পায় জওয়ান হাতে?

মান্ধাতাদের আমল থেকে, উড়ান খেটে টলছে বিমান,
নেতারা সব ফেলে রেখে , রাফাল নিয়ে ঝগড়া শানান।
ফ্লাইং কফিন হয়েছে নাম, আমার সেনার মিগবিমানের,
পড়শি যখন ছোটাচ্ছে ঘাম, এই নীতি কোন বুদ্ধিমানের?

দেশের ডাকে লড়বে বলে , চব্বিশ সাত উড়তে রাজি
হচ্ছে বলি এই কোঁদলে, রাখেন যারা জীবন বাজি।
দেশের তাজা যুবক ওঁরা ,ওঁদের ভয়েই পড়শি ভীত,
লাশ হয়ে যান ঝলসে পোড়া, খবর এখন নিয়মিত।

শান্তিকালেও মরণ-ওড়া , আর কোনো দেশ দেখেনি তো।

আর্যতীর্থ