। ছোট্ট খুশি।
একলা ভেজা গাছের মতন চুপ দাঁড়িয়ে বৃষ্টি মেখে
ছোট্ট খুশির মুহূর্তদের চাইবো ফেরত জীবন থেকে।
হাত বাড়িয়ে বৃষ্টি ছুঁলে বুকের ভেতর শাঁওন ভাদোঁ,
শহুরে মন, মোবাইল ভুলে কারণবিহীন একটু কাঁদো..
আমার সাথে বাইরে যাবে, এবার যখন বৃষ্টি হবে?
লাগুক পায়ে কাদার ছিটে, নাহয় অনাসৃষ্টি হবে।
মুষলধারে বৃষ্টিপাতের মধ্যে ছাতা বন্ধ করে,
ঠোঁটেতে ঠোঁট রাখতে পারি আচমকা ঠিক মাঝ-শহরে।
স্কুল কলেজে ভেজার রীতি ট্রেন্ডিং কি আধুনিকেও?
ও মাঝবয়েস, মেঘলা হলে স্মৃতির পিছু হাঁটতে যেও।
হাঁটুর ব্যথা বেভুল হয়ে পশলা মেখো পদব্রজে,
ভার্চুয়ালের হ্যাশট্যাগদের মধ্যে কারা বৃষ্টি খোঁজে?
মুঠোফোনের সব ক্রীতদাস বৃ্ষ্টিবাদল সমঝে চলে,
সুখের এবং খুব অসুখের চাবিকাঠি তার দখলে।
সেলফি তোলে শুকনো যে লোক বৃষ্টি রেখে প্রেক্ষাপটে,
হাতের ছাতা যাক উড়ে তার পাগলা হাওয়ার জোর ঝাপটে।
বৃষ্টিতে আর লোক ভেজেনা, ত্রস্তে এড়ায় জলের ছোঁয়া,
খুঁজছি কিছু আজগুবি দোস্ত ভিজবে যারা বিন-পরোয়া।
মেঘকে যারা বলবে ডেকে নামুক অঝোর আদর তোদের,
সবাই মিলে আনবো খুঁজে ছোট্ট খুশির মুহূর্তদের।
সোঁদা মাটি জানবে আবার গল্প সরল জীবনবোধের..
আর্যতীর্থ