। চোরাবালি।

শরণ নিবি? ধর্ম কি তোর?
কোন ভগবান বুকের ভিতর?
পশ্চিম না পূবের দিকে
প্রার্থনাতে খুঁজতে বসিস
দিশা ভবিষ্য’র?

পৃথিবী নয় আটচালা আর,
উঠোনখানা যেই হলি পার,
সবই বিঁভুই।শত অসুখ অত্যাচারেও
ভেতর ধরে রাখবে তোকে
ওই কাঁটাতার।

বিদেশ এলি? অনুপ্রবেশ কিংবা শরণ ,
কি তকমা পায় ক্লান্ত চরণ,
ভাগ্য জানে। কেন আসিস
শুনতে কে চায়। ধর্ম দেখে
বরণ হবে কিংবা মরণ।

জন্মভূমি নয় ভূমি যার, অভাগা সে।
সময় তাকে তাড়িয়ে বেড়ায় বিষম ত্রাসে,
সিংহাসনের বিড়ম্বনায়, থেকেও
সে জন নেই হয়ে যায়, বদলিয়ে যায়
শিকড়বিহীন জ্যান্ত লাশে।

কেন এলি ? ছাড়লি কেন ঘর?
প্রশ্ন সহজ, জবাব ভয়ঙ্কর।
অনিশ্চিতে পা বাড়াতে বেপাড়াতেই
যায় না লোকে, সেখানে সে আরেক দেশে,
একটা ঝাপট শেষ না হয়েই শুরু আরেক ঝড়।

মাঝখানে সে, চতুর্দিকে চোরাবালির চর।

আর্যতীর্থ