। ছোটো অপরাধী।

যে লোকটা হেলমেট পড়েনি, তাকে আপনি ধরলেননা।
দেখলেননা তার কানে ট্রাফিককে ঢেকে দেওয়া হেডফোন বাজে,
মদ খেয়ে চুর কিনা, বাহুল্য ভেবে সেটা টেস্ট করলেন না।
বাইকের গায়ে সাঁটা দলীয় পতাকা, মানে ওর পিছে আছে কোনো নেতা যে।

কিছুক্ষণ বাদেই লোকটা এক প্রোমোটারের শ্রমিকদের করলো খুন,
অথবা ওকে বাঁচাতে গিয়ে একটা বাস ধাক্কা মারলো ডিভাইডারে।
কিংবা ও নিজেই বাসের তলায় পিষ্ট, চারখানা বাস জুড়ে ছড়ায় আগুন,
অথবা এসব নয়, বাড়ি ফিরে মাতালটা মা কিংবা বউকে ধরে মারে।

যদি ছোটোখাটো অপরাধ ভেবে হেলমেটহীন ওকে যেতে না দিতেন,
যদি ওর নিঃশ্বাস মদ খেয়ে কতখানি ভারী তার পরীক্ষা কোনোভাবে হতো,
যদি দলের পতাকা ভুলে প্রদেয় ক্ষমতাবলে ওর হেডফোন খুলে নিতেন,
আগামীতে অপরাধ স্বাভাবিক যুক্তিতে কিছু কম হতো অন্তত।

আপনারা দেন ছেড়ে এরকমই শ’য় শ’য় ছোটো অপরাধী,
এদেরই কারোর হাতে বড় কিছু ঘটে গেলে গোটা দেশ হাহাকারে কাঁদি।

আর্যতীর্থ