। ছায়া।
দাদা যদি বলে আমি খুলে নিই শাড়ি,
দাদা যদি বলে বিষ খাবারে মেশাই
‘কেন’ এক মৃত অব্যয়, বাক্যতে ব্যবহার নয় দরকারী,
ছায়া হয়ে বেঁচে থাকি, ছায়ার মতোই শেষে আঁধারে মেলাই।
দাশরথি ভাইদের প্রেম বিখ্যাত,
বৈমাত্র সৌমিত্র চির রাম-অনুগত,
আমার এ অনুরাগ তাঁর থেকে এতটুকু কম মোটে না তো,
হৃদয়ে জায়গা দিতে শুধু যদি সহোদর কাজে ভালো হতো।
যা হয়নি , তার কথা লাভ নেই বলে,
দাদা খল, বিস্তারে বলেছেন সেটা ব্যাসমুনি
দ্রুপদের কন্যাটি আমার মৃত্যু বেঁধে এনেছে আঁচলে,
সেকথা জেনেও দেখো থামাইনি হাত।দাদার আদেশই শুধু শুনি।
মানছি বালক , তবুও অভিমন্যু শত্রুর ছেলে,
আর শত্রুর শেষ রাখা বরাবর দাদার বারণ,
চক্র তো অজুহাত, মারতেই হতো ওকে ওরকম একা পেয়ে গেলে,
যুদ্ধতে সবই ন্যায়, সপ্ত বনাম একে গালি তাই দাও অকারণ।
তোমাকে প্রশ্ন করি, ও কলির লোক,
সভ্যতা এগিয়েছো নিশ্চিত হাজার যোজন,
দাদার আদেশে যারা নরক নামাতে পারে বাঁধা রেখে চোখ,
এমন লোকের থেকে আজ বুঝি বেঁচে যায় তোমার স্বজন?
আমি তো কেবল ছায়া, আদেশে নষ্ট করি নারী ও বালক,
দাদা ডাকলেই আমি এসে যাবো ঠিক।
ওই ভোটে পড়ে ডাক .. ‘যাও দুঃশাসন.....’
আর্যতীর্থ