। ব্যর্থ ব্রেভারি।
গুরুগু হিমা প্রিয়া, সৌম্যদীপ জানা,
রাষ্ট্র জানেনা আজ তাদের ঠিকানা
ছোটো ছোটো হাতে প্রাণ বাঁচিয়েছে যে
তাদেরকে দেখবে না রিপাবলিক ডে।
ছাব্বিশ জানুয়ারি দেশের সমুখে
ব্রেভারি অ্যাওয়ার্ড ওঠে কিছু কচি বুকে
এবারে যাবেনা শোনা তাদের কাহিনী
যার কাছে এদেশের ভাবীকাল ঋণী
তহবিলে কিছু নাকি আছে গোলমাল
ভার নেওয়া সংস্থার পুড়েছে কপাল।
নাহয় আটকে দিলো আইনের গেরো
গল্প তাবলে শেষ শিশু-নায়কেরও?
জলে ডুবে মুছে গেলো বন্ধু বাঁচিয়ে
পনেরোর নিতিশার ছিলো কাহিনী এ।
ভাইকে পারেনি খেতে আগুন ভয়াল
বছর বারোর ক্যাথি হয়েছিলো ঢাল
এমনই গল্প ছিলো কুড়ি খুদেদের
প্রজারা যাদের কথা পাবেই না টের।
মন্দির ও কোটা নিয়ে নানা দোলাচলে
ব্রেভারি অ্যাওয়ার্ড থাকে বিশ বাঁও জলে।
আমি তো অকবি প্রজা, নেহাত নাচার
গরাদে ঠুকছি মাথা রাষ্ট্রখাঁচার।
ছাব্বিশে পথ জুড়ে হবে ধুমধাম,
গোটা দেশ তেরঙ্গাকে করবে সেলাম
দোহাই , যুক্ত হোক বিশ ব্রেভ নাম..
আর্যতীর্থ