। বুড়ির ঘর।
পুড়িয়ে দিচ্ছি পোস্টট্রুথ যত নোংরা আবর্জনা
পুড়িয়ে দিচ্ছি বিদ্বেষী আর হিংসুটে কিছু ডাল,
পুড়িয়ে দিচ্ছি ধর্মের নামে ভেদাভেদ যন্ত্রণা,
বুড়িঘর আজ না পুড়লে দোল আসবে কিকরে কাল।
পুড়িয়ে দিচ্ছি উৎসব বলে উৎকট যত সখ,
পুড়িয়ে দিচ্ছি নীল সাদা লাল গেরুয়ার খুনোখুনি
পুড়িয়ে দিচ্ছি মাস্তানি করা রংবাজ দাঁতনখ,
এসব থাকলে রঙেরা মিশবে কিভাবে আবার শুনি?
পোড়াচ্ছি আমি আমার বোকামি, ফেসবুকে ঘর করা,
পুড়ছে আমার কাছের লোককে না শোনা দেখার ভুল
পুড়িয়ে দিলাম বইয়ের বদলে গুগল আঁচলধরা,
এসব পোড়ালে ক্ষমা করে দেবে হয়তো পলাশ ফুল।
যাক পুড়ে যাক ব্রেকিং নিউজে মনখারাপকে ডাকা,
পুড়ুক সুখের সন্ধানে হওয়া ব্যসনের নির্ভর,
পুড়ে যাক এই মুঠোফোন জেলে জীবন আটকে রাখা,
কৃষ্ণচূড়ার মুক্তি দাবীতে পুড়ুক বুড়ির ঘর।
আর্যতীর্থ