। বন্দনা।

উগরে দেওয়ার যন্ত্র না, ডিগ্রী পাওয়ার মন্ত্র না
শিক্ষা যদি ব্যাপ্তি আনে, তবেই বাণী বন্দনা।
প্রবেশিকার খন্দ না, টুকলি করার মন্দ না,
মনন যখন জ্ঞানপিয়াসী , তখন বাণী বন্দনা।

সত্য নামক বীজ-জাত, সেই তরুটি বিদ্যা তো,
অসৎ মানেই অশিক্ষিত, হোক না যতই বিখ্যাত।
মিথ্যে পথে ভিড় এত, আঁধারগোলাম শির এত,
সেসব চেনার শক্তি যে দেয়, তাকেই বলে বিদ্যা তো।

সবার কানে যাক বরং , শুভ্রা মানে সাতটা রঙ,
একরঙাদের নির্বাসনে, যাক না চুলোয় জাতভড়ং।
করছে কারা মাঠ গরম, ধর্ম নিয়ে আচ্ছা ঢং,
যাওনা ওদের জাগিয়ে বলো, শুভ্রা মানে সাতটা রঙ।

দেশবিভাজক কালনেমি, কুমীর যত খালপ্রেমী
বিপক্ষে তার অস্ত্র যে দেন , সরস্বতী তাঁর নামই।
সরিয়ে স্বভাব আলসেমি, রুখছে যে লোক ভন্ডামী
আত্মাকে তার গড়েন যিনি, সরস্বতী তাঁর  নামই।

ধর্মঅাঁশের গন্ধ না, জাত বেজাতের ধন্ধ না,
চিন্তাতে থাক স্বতন্ত্রতা , তবেই বাণী বন্দনা।
শিরদাঁড়াময় রন্ধ্র না, নিজের ছাড়া অন্ধ না,
শিক্ষা ছড়াক রোদের মতন, তবেই বাণী বন্দনা।

আর্যতীর্থ