। বলবো সেদিন।

যেই শিশুটির পায়নি খিদে তার কাছে নেই কেকের মানে
কমতি তো নেই খুদের খিদের, ইস্কুলে যায় ভাতের টানে।
বন্ধ করো ব্যবস্থাপক ,বেলুন টফির ওই তামাশা,
তার কাছে যাও যার বাড়িতে নিত্য হাঘর খিদের বাসা।
মিড ডে মিলেই যায় কি মিলে তাবত দিনের পুষ্টিটুক,
চাই তো এটাই, তিনটে বেলা থালায় ভাতের বাস উঠুক।
আর কতকাল ফেরাবে পিঠ, কাটবে জীবন পিপুফিশুর,
সব শিশুরা তুললে ঢেঁকুর মানিও তবে দিবস শিশুর।

খেলার মাঠে পাঁচিল তুলে ফ্ল্যাটের পাহাড় তুলছে কে,
আগামীকাল চমকে ওঠে বর্তমানের ভুল দেখে।
ধনীর শিশুর খেলা মানে কঠিন রুলের কোচিংক্লাস
গুচ্ছ ক্ষেতে পুচ্ছ তুলে হচ্ছে দাদা শচীন চাষ।
গরীব শিশুর সময় কোথায়, চায়ের গেলাস রোজ মাজে
নেই-খেলাতে হয়না তফাত গাঙ্গুতেলি ভোজরাজে।
যেদিন খুদে  ইচ্ছেগুলোই খেলার মাঠে হবে The boss
সেদিন বেলুন, রঙিন কাগজ, খুব মানাবো শিশুর দিবস।

যৌন খিদে সুযোগ খোঁজে, কোন শিশুকে আজ খাবে,
রোজ খবরের ভেতর চিরে কচি’র গলা কাতরাবে।
ভ্রষ্ট লোকে নষ্ট মনে পাপড়ি ছেঁড়ে নির্বিকার,
কষ্ট বড় করতে প্রমাণ, অনন্তকাল নেয় বিচার।
বাপ মায়েরা ঢাকবে খালি ‘ কাকু ওটা, বলতে নেই’
লুকায় কোথায় মানুষশাবক, দেশ যে ভরা হায়নাতেই।
যেদিন দেশের প্রতাপ দেখে গোটা মুলুক হায়নাহীন,
বুক বাজিয়ে বলবো তখন সব দিবসই শিশুর দিন।

আর্যতীর্থ