। বই।
উপরোধে বই কিনোনা।
ওতে শব্দের অপমান হয়,
খোলা যদি একদিনও না,
মলাটে কারোর শ্রম হয় অপচয়।
জোর করে বই বেচো না
বাতাস তো আপনিই যায় ফুসফুসে
হাসফাঁসে সে বড় যাতনা,
নাকে যদি কেউ দেয় হাওয়া নল ঠুসে।
কলমকে ছাপাখানা নেওয়াটা সহজ,
পাঠকের মন পাওয়া আলাদা ব্যাপার,
অতটা সস্তা যেন নাহয় কাগজ
লেখকের প্রতি যায় দৃষ্টি কৃপার।
বই সম্পদ যদি ভালোবেসে কেনা
বই জঞ্জাল যদি উপরোধে ঢেঁকি,
মননের যদি নাই হয় লেনাদেনা
আজ থেকে আগামীতে যেতে পারে সে কি?
প্রকাশক , ব্যবসাটা বুঝে,
কাটতির সাথে থাক কিছু পাগলামি,
এমন কলমকার পাওয়া চাই খুঁজে,
নিঃস্ব পকেটে যার কথা বড় দামী।
বইয়ে মন বাঁচানো তাগিদে,
সংখ্যায় বেশি নয় , ভালো বই হোক।
সুষম পুষ্টি পেলে তবে বাড়ে খিদে,
তেমনই সঠিক বইয়ে পড়বার ঝোঁক।
কি হবে বইয়ে যদি না পড়ে পাঠক?
আর্যতীর্থ