বিরোধী।

ওকে ধরো, ও বিরুদ্ধে কথা বলেছে।
ওর ইতিহাস খোঁড়ো, ও অন্য মিছিলে পা মিলিয়ে চলেছে।
যেহেতু ও অন্য ভেবেছে, সুতরাং  নিশ্চিত দ্রোহী,
কিংবা স্বার্থপর, ভাইরাল সংবাদে হুজুগ-আরোহী।
মোট কথা , ও আমার প্রতিবাদী, কাজেই ও দুষ্টু লোক,
চরিত্রকর্তনে গাল দেওয়া ট্রোলসারি পুরুষ্টু হোক।

আসলে আমিই সব, পান্ডব কৌরব, গোটা মহাভারতই,
আমাকেই ইতিহাস বেছে নিয়েছে তার যুগের সারথী,
বাকিরা উহ্য সব, তুচ্ছতা মাখা কিছু ভাবনা শিকার,
নতুবা আমার মতো অবিসংবাদীকে কেউ করে অস্বীকার?
শুরু নাও হতে পারি, তাই বলে হবো না কি শেষ,
অনুগত সৈন্যের মতো না এলে এটা নয় তাদের স্বদেশ।

যে কোনো বর্ণ হতে পারি আমি, কাল লাল, গেরুয়াতে আজ
পরশু হয়তো নীল বা সবুজ। যখনই যে রঙে নেবো সাজ,
বাকি সব্বাই সেই একমেবাদ্বিতীয় বর্ণে ছুপাবে তাদের জীবন,
রাম হলে বনবে বানর, রাক্ষস হবে যদি হই দশানন।
তা যদি না করে কেউ, অন্য পতাকা বয়ে করে অনাচার,
তবে সে দেশদ্রোহী।কি বলছে সেটা শোনা নেই দরকার।

বিরোধী বলতে পারে, একথা মানেনি আজও কোনো সরকার।

আর্যতীর্থ