। বিদায়।

    । সবাই ভালো থাকবেন , কবিতায় থাকবেন।

এবার আমার ফিকে হবার পালা।
শব্দঝাঁপি বন্ধ করে ঝুলিয়ে দিলাম তালা।
আড়াই বছর কোথা দিয়ে, বয়ে গেলো আখর নিয়ে,
টেরই পেলাম না যে।
অনেক কথা হলো বলা, সঙ্গী এবার একলা চলা,
পদ্যগুলো লুকিয়ে রেখে দিনযাপনের ভাঁজে।

ছন্দবিহীন ছেঁড়া গতে
বন্ধু পেলাম অনেক পথে, শব্দপথিক যারা।
মিল-অমিলের এই মিছিলে,
এক অকবি বিদায় নিলে,
টের কি পাবে তারা?
হয়তো পাবে, হয়তো বা না,
পেরিয়ে গিয়ে সব  দোটানা,
মনকে বলি ভিড়কে ছেড়ে
নির্জনতায় শব্দকে তোর জ্বালা,
এবার আমার একলা চলার পালা।

তাই বলে কি বন্ধ হবে কথা লেখা?
মোটেই তা না, আবার কোনো সময়বাঁকে হবেই হবে দেখা।
আমরা লিখে যে যার মতন,
রাখবো ঝোলায় সে সব কথন, ভারী যত্ন করে।
আবার দেখায় খুলবো ঝুলি,
যেমন করে দরজা খুলি, বন্ধু এলে ঘরে।
আপাতত মনের পাগল,
বলছে ব্যাটা খোল না আগল, হ’না ভবঘুরে,
ওর কথাতেই রেখে বাজি,
একলা ভাসার সময় আজই, সবার থেকে দূরে।
ভালো থেকো বন্ধু আমার,
একশো খাতা হোক কবিতার,
সরস্বতী পরুন হেসে তোমার কথার মালা,

আমার এলো বিদায় নেওয়ার পালা।

আর্যতীর্থ