। ভূস্বামী।

ভালো চাইলে ভূমি ছেড়ে যা। সাথে নিয়ে যা তোর জাতের নোংরা লাগা সব লোকজন।
‘ ক’ জাতের লোকেরা গর্জন করে, দাঙ্গা এবার বুঝি লাগলো ভীষণ।

যেতে হলে তোরা যা। বহু প্রজন্ম ধরে এইখানে আছি।জন্মাই এইখানে, এ ভূমিতে বাঁচি।
দপ জ্বলে হিংসারা ‘ খ ‘ জাতের চোখে, অস্ত্রশস্ত্র নিয়ে তৈরী তারাও।
দু জাতই দিচ্ছে ডাক, এই দেশ আমাদের, অসীম রক্তপাতে ওদের তাড়াও।

একদিন সন্ধেতে, কেঁপে ওঠে ভূমি। তারপর, আকাশ ধমকে আসে প্রবল সুনামি। ভূমিটুকু চেটেপুটে খেয়ে,
ঢেউ তার জায়গায় ফিরে গিয়ে তোলে উদ্গার।

ক’ জাতি খ’জাতি, পরিচয় আজ শুধু স্বভূমি হারিয়ে ফেলা বাস্তুহারার।

আর্যতীর্থ