স্বপ্ন আমি অন্য কোনো ভাষায় দেখিনা,
বাংলা ছাড়া আর কিছুতে আবেগ সেঁকিনা।
বলতে পারো গাঁইয়া আমায়,
তাতে কে আর মাথা ঘামায়,
ভানবো কথা ভিন্ন ভাষায় অমন ঢেঁকি না,
বাংলা ভুলে গর্ব করার মতন মেকি না।
অন্য ভাষা কাজ চালাবার মতন শিখেছি যে
সবাই হলে বাংলাভাষী ফূর্তি হতো কি যে !
হয়নি যে তা, ভালো সেটাও
অনুবাদেই তেষ্টা মেটাও,
আমার মনে ভাবনা বোনেন রবীন্দ্রনাথ নিজে,
আখর আমার শুদ্ধ হোলো ধানসিঁড়িতে ভিজে।
মায়ের ভাষা কেবল কেন, বাংলা আমার মা,
ট্রেন্ডিং সব ভাষার গ্রামার আজও আমার না
জীবন নামক হট্টগোলে
তাল দিতে হয় নানান বোলে
বাংলা আমার রোজনামচায় দাদরা-কাহারবা,
ভিন্ন ভাষার হাজার ঠুক-এ বাংলা কামার ঘা।
বারোমাসে একখানা দিন মা’য়ের নিলে খোঁজ
সেই মা তবে কেমন থাকে বন্ধু সেটা বোঝ।
মোদের ভাষা মোদের গরব,
একটা দিনের হলে পরব,
তাহলে তো ভাষার নামে বৃথা এ সাজগোজ।
বরং চলো পালন করি ভাষা-দিবস রোজ।