। ভালো বাসা।

ভালো বাসা আর ভালবাসার রোজের ডুয়েলে
শতাংশে নব্বই জয়মালা  বাড়িটারই মেলে।
চাল ও চুলোর সুখ নাগালেই রাখাটা সুবিধে,
ভালবাসা নিংড়ালে ভাগশেষে রয়ে যায় খিদে।

সংসারী হাজারদুয়ারিতে মন নয় একা দারোয়ান,
নিক্তিতে মাপা সুখে বহু ঘরে প্রেমকথা ভারী বেমানান
ঘুঁটেকুড়ুনির জোটে রাজার কুমার শুধু রূপকথাময়
মাঝরাতে ঘটে যাওয়া সব গল্পের শেষ সিন্ডেরেলা নয়।

প্রেম মানে সুখ নাকি দুটো ধারা চলে বিপরীতে
কবিরা হোঁচট খায় সেসব জবাব খুঁজে নিতে।
তলিয়ে ভাবে না অত অপদ্য মানব মানবী,
ভালো না থাকলে তারা মানেহীন ভেবে নেয় সবই।

মন দেওয়া নেওয়া মানে শেষে ঘর বাঁধা না,
রুক্মিণী যারা হন, সকলেই রাধা না।
মাথার ওপরে ছাদ, তিনবেলা সুষম আহারে,
ভালো বাসা জিতে যায়, ভালবাসা গোহারান হারে।

ক্রনিক বিরহ রোগে কবির সংখ্যা শুধু বাড়ে...

আর্যতীর্থ